ইমাম মাহদী নাসের মোহাম্মাদ ইয়ামেনীর
24- রবিউল আখের 1442 হিজরি
09-12-2020 খ্রি
09:01 am
(মক্কা উম্মুল কুরার সরকারী সময় অনুযায়ী)
_______________
করোনা ভাইরাস এবং কোনো ভ্যাকসিন বা ওষুধ ছাড়া আরোগ্যের মু’জিযার ঘোষণা..
পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে؛
আল্লাহর বান্দা ও তাঁর খলিফা নাসের মোহাম্মদের পক্ষ থেকে সকল মানুষের প্রতি, হে লোকসকল, আমি ইমাম আল-মাহদী নাসের মোহাম্মদ, আমি শুধু ইয়েমেনে আল্লাহর খলিফা নই, বরং সমগ্র বিশ্বে আল্লাহর খলিফা। আল্লাহর শপথ করে বলছি, আমার কাছে একজন ইয়েমেনি ও একজন চীনা ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই।<0.
হে মানবজাতির নেতৃবৃন্দ ও নীতি নির্ধারকরা এবং আরব, অনারব, মুসলিম-অমুসলিমদের মধ্যে যারা জ্ঞানী! শোনো, এবং আমি তোমাদেরকে সত্য ও স্পষ্ট যে কথাগুলো বলছি তা বোঝো, এটা ঠাট্টা বা রসিকতা নয়:
আমি একক, পরাক্রমশালী আল্লাহর নামে শপথ করে বলছি, তোমাদের অন্তরসমূহে যে ভ্রষ্টতা রয়েছে তার চিকিৎসা ও আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার একমাত্র কার্যকর ভ্যাকসিন হলো- আল্লাহর সত্য-পথপ্রাপ্ত খলিফা নাসের মুহাম্মাদের ব্যাপারে অহংকারমুক্ত হয়ে অনুনয় বিনয়ের সাথে এই দোয়াটি করো এবং অন্তরের ভ্রষ্টতার শাস্তি থেকে মুক্তির মন্ত্র হলো, আল্লাহর কাছে বিনীত হয়ে এভাবে মিনতি করা
"হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের ওপর জুলুম করেছি এবং আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।" এবং তওবা করার পর বলুন:
“হে আল্লাহ! আমি আপনার বান্দা, আপনার একক ইলাহ হওয়ার সত্যতা, নিজের ওপর দয়াময়তাকে আবশ্যক করে নেওয়ার সত্যতা এবং আপনার জান্নাতের চেয়ে বড় নেয়ামত আপনার সন্তুষ্টির মহত্ত্বের উসিলায় প্রার্থনা করছি, আমাকে করোনার যন্ত্রণা থেকে মুুক্তি দিন, এটিকে আমার থেকে দূরে সরিয়ে নিন! আমরা আপনার পক্ষ থেকে আসা সত্যের দিকে আহ্বানকারীর প্রতি বিশ্বাসী। হে আল্লাহ, আপনার আযাব যে দিক থেকে আসুক না কেন তা আমাদের থেকে দূর করে দিন; যেন আমরা আপনার নির্দেশিত সত্যের পথে চলতে পারি। আপনাকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করার ওপর আমাদের অবিচল রাখুন! হে ওই সত্ত্বা যিনি মানুষ ও তার হৃদয়ের মধ্যে অন্তরায় হন, আপনার দয়া- যা আপনি নিজের ওপর আবশ্যক করে নিয়েছেন- তা ছাড়া আমাদের কোনো অবলম্বন নেই। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। হে আল্লাহ আপনি আপনার কিতাবের স্পষ্ট আয়াতে বলেছেন,}
{ وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ } صدق الله العظيم [غافر}
{“আর তোমাদের রব বলেছেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব।” (নিশ্চই মহান আল্লাহ সত্য বলেছেন) [সূরা (60) গাফির, আয়াত: ৬০]
সুতরাং দুআ ও তওবা আমার কাজ, সাড়া দেওয়া আপনার কাজ; নিশ্চই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। হে আমাদের রব! আপনি
মহামহিম! নিশ্চই আপনার প্রতিশ্রুতি সত্য এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়াকারী। হে আল্লাহ! পৃথিবীতে আপনার খলিফা ও দাঈ ইমাম মাহদী নাসের মোহাম্মাদ ইয়ামানীর আনুগত্য করার যে ওয়াদা আপনার কাছে আমরা করেছি, তার ওপর আমাদের অবিচল রাখুন। তার অভ্যুদয়কে আমাদের জন্য নেয়ামত বানান। ইমাম মাহদী নাসের মোহাম্মাদ ইয়ামেনীর হকের দাওয়াত থেকে আমাদের বিমুখতা হেতু তার অভ্যুদয়কে আমাদের জন্যে শাস্তির কারণ বানাবেন না।.
ইমাম মাহদী নাসের মোহাম্মাদ ইয়ামেনীর.
____________
======== اقتباس =========
- 11 -
الإمام المهديّ ناصر محمد اليماني
24 - ربيع الآخر - 1442 هـ
09 - 12 - 2020 مـ
09:01 صباحاً
( بحسب التقويم الرسمي لأمّ القرى )
[ لمتابعة رابط المشاركة الأصلية للبيان ]
https://mahdialumma.net/showthread.php?p=340081
________
فيروس كورونا وإعلان معجزة الشفاء من غير لقاحٍ ولا دواء ..
بسم الله الرحمن الرحيم
من عبد الله وخليفته ناصر محمد إلى الناس أجمعين، يا أيّها الناس إنّي الإمام المهديّ ناصرُ محمدٍ لستُ خليفة الله على اليمن فحسب؛ بل خليفة الله على العالم بأسرِه، فوالله لا فرق لديّ بين يمانيّ وصينيّ.
ويا معشر قادات البشر وصُنّاع القرار في شعوبهم وإلى كل من بلَغ رُشده في البشر؛ العرب والعجم؛ المُسلِم والكافر، اسمعوا واعقلوا ما سوف نفتيكم به بالحقّ بالقول الفصل وما هو بالهزل: أقسم بالله الواحد القهار لا أعلم لكم بلقاحٍ وشفاءٍ لِما في الصدور من عذاب الله حتى تتضرَّعوا بهذا الدعاء من غير تَكبُّر على خليفة الله المهديّ ناصرِ محمد، وكلمات كشف عذاب ما في الصدور هي أن تستكينوا إلى الله وتتضرّعوا إلى الله بما يلي:
"ربّنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكوننّ من الخاسرين"، ومن بعد التوبة فليقولوا: " اللهم إنّي عبدك أسألك بحقّ لا إله إلا أنت وبحقّ رحمتك التي كتبت على نفسك وبحقّ عظيم نعيم رضوان نفسك الأكبر من نعيم جنّتك أن تشفيني من عذاب كورونا أو تصرفه عنّي فإنّا مؤمنون بداعي الحقّ من عندك، اللهم اكشف عنّا عذابك من كل بابٍ لنتّبع سبيل الحق من عندك وأن تُثبّتنا على الوفاء بما وعدناك به يا من تحول بين المرء وقلبه، فليس لنا إلا رحمتك التي كتبت على نفسك، فإن لم تغفر لنا وترحمنا لنكوننّ من الخاسرين، اللهم إنّك قلت في محكم كتابك: { وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ } صدق الله العظيم [غافر: من الآية ٦٠]، فمِنّي الدعاء والإنابة ومنك الاستجابة إنّك لا تُخلف وعدك، ربّنا سبحانك فوعدك الحق وأنت أرحم الراحمين، اللهمّ ثبّتنا على الوفاء بما وعدناك به أن نتّبع داعيَ الله العالميّ خليفة الله في الأرض الإمام المهديّ ناصر محمد اليماني، اللهم اجعل بَعثهُ نِعمةً علينا لا نقمة علينا بسبب إعراضنا عن دعوة الحق للإمام المهديّ ناصر محمد اليمانيّ".
الإمام المهديّ ناصر محمد اليماني.
_____________
اضغط هنا لقراءة البيان المقتبس..